ট্রেন থেকে নামা যাত্রীরাই ছিল মূল টার্গেট, লুটে নিতো সর্বস্ব

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮
অ- অ+

কুমিল্লা রেলস্টেশন থেকে অস্ত্রসহ আরও এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে কুমিল্লার ধর্মপুর রেলওয়ে স্টেশন থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত চার দিনে মোট ৫ যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃতরা ছিনতাইকারী দলের সদস্য বলে দাবি র‌্যাবের। বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১১-এর উপপরিচালক মাহমুদুল হাসান।

গ্রেপ্তারকৃত যুবক হোমনা উপজেলার চান্দেরচর এলাকার মো. মোজাফরের ছেলে রিদয় (২৭)। এ সময় তার কাছ থেকে একটি চাকু ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ওই যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। কুমিল্লা রেলস্টেশনের আশপাশে ট্রেন থেকে নামা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা শহরতলির ধর্মপুর রেলস্টেশন এলাকা থেকে ৪ যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকুসহ দেশি অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা