প্রাইভেট ক্লিনিকে শিশুর মৃত্যু, পালিয়েছেন ডাক্তার-স্টাফরা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪০
অ- অ+

মানিকগঞ্জে হেলথ কেয়ার মেডিকেল সেন্টার নামের একটি প্রাইভেট ক্লিনিকে দুই মাস বয়সী এক কন্যাসন্তানের মৃত্যু হয়েছে। শিশুর স্বজনদের অভিযোগ, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল (২৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে পৌরসভার ওয়ারলেস গেট এলাকায় হেলথ কেয়ার ক্লিনিকে। ঘটনার পরপরই অভিযুক্ত ডাক্তার এবং ক্লিনিকের সব স্টাফ পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার বলধারা গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী হেনা বেগম দুই মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির মলদ্বার না হওয়ার কারণে তার স্বজনরা মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন ডা. মোস্তাফিজুর রহমানের কাছে চিকিৎসা নেন। গতকাল সকালে ডা. মোস্তাফিজুর রহমান হেলথ কেয়ার ক্লিনিকে শিশুটির অস্ত্রোপচার করেন। বিকেল পাঁচটার দিকে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির স্বজনরা অভিযোগ করেন, ‘ভুল অপারেশনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, ডাক্তার ও ক্লিনিকের স্টাফরা পলাতক। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা