প্রকাশিত হলো এম এম বাদশাহ্’র ‘নিষিদ্ধ সত্য’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৫
অ- অ+

পত্রিকা টেলিভিশন ও রেডিওতে প্রকাশিত প্রচারিত রিপোর্টের পেছনে থেকে যায় হাজারো অপ্রকাশিত শব্দ। যা গল্প হয়ে জমা থাকে রিপোর্টারের একান্তই নিজের থলিতে। বন্ধুদের আড্ডা আলোচনায় দু’চার লাইন বলা হলেও অজানাই থেকে যায় রিপোর্টের পেছনের অনেক ঘটনা। এমন সব কিছু অপ্রকাশিত গল্প তুলে ধরা হয়েছে সিনিয়র সাংবাদিক ও বাংলা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) এমএম বাদশাহ্‘র লেখা “নিষিদ্ধ সত্য”বইয়ের পাতায়। অমর একুশে বইমেলায় বর্ষা দুপুর পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে মাঠ রির্পোটিং এর পেছনের গল্প ‘নিষিদ্ধ সত্য’ বইটি।

বৃহস্পতিবার বিকালে অমর একুশে মেলার গ্রন্থ প্রকাশ মঞ্চে বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। এসময় তিনি বলেন, নিষিদ্ধ সত্য বইটি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা দেবে। এর মাধ্যমে জানা যাবে অনসুন্ধানকালীন সময়ের নানা ঘটনার অজানা গল্প।

রাষ্ট্র সমাজনীতি আর দ্বান্দিক স্বার্থের বলি হওয়ার গল্পগুলোও তুলে ধরা হয়েছে বইটিতে। যা নিয়ে খুবই নতুন সম্ভাবনার আশা দেখছেন রাষ্ট্রপতির এপিএস এইচএম সাগর। লেখকের আগামী বইতে আরো এ ধরনের নানা অভিজ্ঞতার তথ্য তুলে ধরার দাবি জানিয়েছেন বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তুনু।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, অপরাধ বিষয়ক রিপোর্টিং এর অজানা গলি ঘুপচির খবর জানতে পারলে নতুন করে এই বিটে আসা সাংবাদিকরা অনেক তথ্য জানার সুযোগ পাবেন।

বর্ষা দুপুরের প্রকাশক মাশফিক তন্ময় বলেন, সাংবাদিকদের অপ্রকাশিত গল্প জানতে পাঠকদের আগ্রহ বেড়েছে অনেক। যার অনেকটা আশা পূরণ করবে এই ‘নিষিদ্ধ সত্য’ বই।

সিনিয়র সাংবাদিক নয়ন মুরাদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রিপোর্টার্স অ্যাগেইন্সট করাপশন র‍্যাক সভাপতি আলাউদ্দিন আরিফ। তিনি বলেন, অপরাধ সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে সমাজ বাস্তবতায় জানা যায় অনেক ঘটনা। যা নতুন শক্তির রশদ জোগায়।

চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি এনামূল কবীর রুপম মনে করেন, নিষিদ্ধ সত্য বইয়ের মধ্যে আমাদের সাংবাদিকদের অনেকেরই যাপিত জীবনের গল্প উঠে এসেছে। যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ব্যারিস্টার মিজানুর রহমান ও সিনিয়র সাংবাদিক সারওয়ার বাবর চৌধুরী তাদের প্রত্যাশায় নতুন করে আরো অজানা তথ্য নিয়ে বই প্রকাশে লেখককে উৎসাহিত করেন।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা