রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে ভালুকায় জামায়াতের মিছিল

ময়মনসিংহের ভালুকায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখার দাবিতে জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উদ্যোগে শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা শাখার আমির সাইফ উল্যাহ পাঠান ফজলুর নেতৃত্বে ভালুকা পাইলট স্কুলের মোড় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ভালুকা বাজার, উপজেলা পরিষদ সহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
এসময় উপজেলা জামায়াতে আমির সাইফ উল্যাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা মোবারক হোসাইন, অধ্যাপক তৈয়ব হোসাইন প্রমুখ।
(ঢাকা টাইমস/২৮ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন