আ.লীগ আমলের সহকারী অ্যাটর্নি জেনারেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কেন এমন মৃত্যু?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৫, ০৮:৪৭| আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৫:৩৭
অ- অ+

আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করা সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর কলাবাগান এলাকার ক্রিসেন্ট রোডের বাসা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত এএজি টাইটাস হিল্লোল রেমা (৫৫) অর্থনৈতিক কারণে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী ।

হিল্লোল রেমা ময়মনসিংহের হালুয়াঘাট থানার জয় রামপুরা গ্রামের মৃত লিডিং স্টোন রেমার ছেলে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। ২০০৯-২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

হিল্লোলের স্ত্রী স্কয়ার হাসপাতালের কর্মকর্তা অনুভা ম্রং জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি যখন হাসপাতালে চলে যান তখন হিল্লোল শুয়ে ছিলেন আর পাশের কক্ষে দুই মেয়ে ঘুমিয়ে ছিল। সাড়ে ১০টার দিকে বড় মেয়েকে ফোন করে তার বাবাকে দেখতে বলেন অনুভা। তখন মেয়ে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছেন হিল্লোল। দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনুভা ম্রং বলেন, “বেশ কিছুদিন ধরে আর্থিক কারণে হতাশাগ্রস্ত ছিল হিল্লোল। প্রতিদিনই আদালতে যেত, কিন্তু যথাযথ কাজ না পাওয়ায় অস্বস্তিতে ছিল। তবে সে আত্মহত্যা করতে পারে, এটা বিশ্বাস হচ্ছে না।”

কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, “হিল্লোল রাতে ঘুমের ওষুধ খেতেন বলে জানা গেছে। তার স্ত্রী থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

(ঢাকাটাইমস/০২মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা