জাতীয় নাগরিক পার্টির ‘প্রথম লক্ষ্য’ কী? যা বলছেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ১২:৫৩| আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৪:০৪
অ- অ+

নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘প্রথম লক্ষ্যের কথা জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের কার্যক্রম নিয়ে তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম লক্ষ্য হচ্ছে সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃতি করা। তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যে ধরনের শর্ত পূরণ করতে হয় সেগুলো পূরণ করা। দ্রুত সময়ের মধ্যে তা পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমে এগোবো।

এই মাসের মধ্যে পার্টির গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করবেন বলেও জানান নাহিদ।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, আমরা সেই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যেই কার্যকর দেখতে চাই।

বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা চান জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নেতা। বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং গত ১৫ বছর জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এ উপদেষ্টা বলেন, “দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলার মানুষ দেখতে চায় এবং বিচারের পরে সংস্কার কার্যক্রম জাতীয় ঐকমত্যের যে কমিশন রয়েছে তা দ্রুত সংলাপে গিয়ে আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা