দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৫, ১৪:৫৮
অ- অ+

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। এবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। বাংলাদেশ সময় দুপুর ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে হেরে সেবার শিরোপা খুইয়েছে প্রোটিয়ারা। এবার আরও একটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠার সুযোগ প্রোটিয়াদের সামনে। সে লক্ষ্যেই আজ মাঠে নামবে টেম্বা বাভুমার দল। কিউইদের বিপক্ষে আজ মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। দলে ফিরেছেন অধিনায়ক বাভুমা নিজেই।

এদিকে গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে হারের ম্যাচের একাদশ নিয়েই আজ ফাইনালে ওঠার দৌড়ে নামছে স্যান্টনারের দল।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেল্টন, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ওয়ায়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ওরুর্কে।

(ঢাকাটাইমস/০৫ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা