১৫ রোজার পর রাতে স্পিডবোট ও বাল্কহেড বন্ধ থাকবে

১৫ রোজা থেকে রাতে নদীতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন নৌপথে জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এ নির্দেশনার কথা জানান উপদেষ্টা।
নৌপরিবহণ উপদেষ্টা বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে। ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
লঞ্চযাত্রীরা যাতে সময়মতো সদরঘাট টার্মিনালে পৌঁছতে পারেন , সে ব্যাপারে উদ্যোগের কথা জানান উপদেষ্টা। বলেন, গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এমন বিশৃঙ্খলা থাকে যে, তিন ঘণ্টা আগে রওনা দিলেও অনেকে লঞ্চ ধরতে পারেন না। রাস্তা পরিষ্কার রাখতে প্রয়োজনে রেকার দিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে নেওয়া হবে।
কোনো লঞ্চ নির্ধারিত সিরিয়ালের বাইরে ছেড়ে যেতে পারবে না উল্লেখ করে নৌ উপদেষ্টা বলেন, রাস্তা থেকে অতিরিক্ত যাত্রী তোলা যাবে না। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদারক করবে, নৌবাহিনীও সহযোগিতা করবে। ফিটনেস সনদ ছাড়া কোনো লঞ্চ চলতে পারবে না এবং নির্ধারিত গতিসীমার বেশি চালানো যাবে না বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/৬মার্চ/মোআ)

মন্তব্য করুন