নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ১৮:০৫
অ- অ+

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ তথ্য নিশ্চিত করেন। এর আগে সদস্য সচিব স্বাক্ষরিত তিনটি আলাদা প্রেস বিজ্ঞপ্তি থেকে অভিযুক্ত নেতাদের অব্যাহতি দেওয়ার কথা জানা যায়।

অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন, কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দার তান্না।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযুক্তেএই তিন বিএনপি নেতা গত আগস্টের পর বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে নিয়ে দলের ঊর্ধ্বতন পর্যায়ে অভিযোগ করা হয়। এসব অভিযোগ পর্যালোচনা করে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে প্রমাণ পায় দলটি।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, যারা দলের সাংগঠনিক নিয়মবহির্ভূত কাজ করছেন তাদের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অব্যাহতি পাওয়া তিন নেতার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের সত্যতা মেলায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ থেকে দলের সব ধরনের কার্যক্রম থেকে তারা বিরত থাকবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান মাহবুব আলমগীর আলো।

(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট
যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম
ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা