তারেক রহমানের উপহার পেল সাতক্ষীরার শহীদ আসিফের পরিবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুরের ছাত্র আসিফ হাসানের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
শনিবার (৮ মার্চ) সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা আসিফের বাড়িতে গিয়ে তার বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ইফতার সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, সাতক্ষীরা পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, ‘একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তাদের উদ্দেশে বলতে চাই, আমরা শহীদ আসিফ, শহীদ ওয়াসিম, শহীদ রাব্বিসহ সব শহীদের মতো জীবন দিতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, সাধারণ শিক্ষার্থী ও জনগণের অধিকার আদায়ে ছাত্রদল সব সময় রাজপথে থাকবে।’
শহীদ আসিফ হাসানের পরিবারের সদস্যরা বিএনপি ও ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান।
(ঢাকাটাইমস/৮মার্চ/মোআ)

মন্তব্য করুন