আজিমপুরে মা-বাবার কবরের পাশে শায়িত হলেন আরেফিন সিদ্দিক

রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে তাকে দাফন করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকার গ্রিন রোড এলাকায় বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান অংশ নেন। পরে বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে তার দ্বিতীয় ও ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আরেফিন।
এর আগে গত ৬ মার্চ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
উল্লেখ্য, আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য ছিলেন। ২০০৯-২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন আরেফিন সিদ্দিক। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।
(ঢাকাটাইমস/১৪মার্চ/এমআর)

মন্তব্য করুন