সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫, ১৫:৪৯| আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৬:৫৪
অ- অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উল্লাপাড়ার চরঘাটিনা রেল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতু খাতুন উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই তপন ঘোষ বলেন, 'ধারণা করা হচ্ছে মেয়েটি নিজেই রেল লাইনের ওপরে মাথা দিয়ে শুয়ে ছিল। এ অবস্থায় ভোরে সলপ থেকে উল্লাপাড়াগামী একটি মালবাহী ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই কিশোরীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।'

এসআই তপন আরো বলেন, 'বাবা-মা মারা যাওয়ায় কিশোরী রিতু নিজ বাড়িতে ভাই-ভাবির সঙ্গে থাকত। সে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। গত এক বছর যাবত সে আর স্কুলে যায় না। স্বজনরা জানিয়েছেন রিতু কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

(ঢাকা টাইমস/১৭মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা