গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৫, ১২:০৬
অ- অ+

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী বিষা শেখ নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান

এর আগে সোমবার দুপুরে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত বিষা শেখ হরিচন্ডিপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে বিষা শেখ স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ভুট্টা খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কাছে ডেকে নেন। এরপর তিনি শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনাটি শিশুটির পরিবার ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জানতে পেরে পুলিশকে অবহিত করেন। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘ধর্ষণের অভিযোগ এনে শিশুটির পরিবার ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। আমরা দ্রুত অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেপ্তার করি।’

তিনি আরও বলেন, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্ত বিষা শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’ (ঢাকা টাইমস/১৮মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দেশে ফিরছেন খালেদা জিয়া, সবাই উচ্ছ্বসিত: মির্জা ফখরুল
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা