নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার রাতে চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতে মোহাম্মদ হাজী বাড়ীতে ও হাজারীহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় গিয়াস উদ্দিনের পরিবার ও খোকনের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকা একাধিকবার সালিশি বৈঠকও হয়। পূর্বের বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় হাজারীহাট বাজারে গিয়াস উদ্দিন ও খোকনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এরপর ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতে মোহাম্মদ হাজী বাড়ীতে পুনরায় সংঘর্ষে সৃষ্টি হলে পুরো বাড়িতে রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/১৯মার্চ/এসএ)

মন্তব্য করুন