চট্টগ্রামে হাতির আক্রমণে শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল তিন মাস বয়সী মো. আরমান জাওয়াদ নামে এক শিশুর। এ ঘটনায় নিহত শিশুর মরদেহ নিয়ে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সকাল ৬টা থেকে উপজেলার কেইপিজেড গেট এলাকায় সড়ক অবরোধ করেন তারা।
এর আগে শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বড় উঠানের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে ওই শিশুর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
নিহত মো. আরমান জাওয়াদ ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে। হাতির আক্রমণে শিশুটির মা খজিমা বেগমও (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, রাতে একটি বন্যহাতি মোহাম্মদ ইব্রাহীমের টিনের ঘরে ভাঙচুর শুরু করলে তার স্ত্রী খজিমা বেগম শিশু জাওয়াদকে নিয়ে ঘর থেকে বের হন। এ সময় বন্যহাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ওই এলাকার শাহাজাহান নামে এক ব্যক্তির ঘরেও হামলা করে বন্যহাতিটি। সকালে এ ঘটনায় এলাকাবাসী শিশুটির মরদেহ নিয়ে কেইপিজেড এলাকায় গিয়ে পিএবি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এলাকা থেকে বন্যহাতিটি সরানোর দাবি জানান তারা। অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় দীর্ঘ আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।
আন্দোলনকারীদের একজন ওয়াসিম আকরাম বলেন, হাতিটি এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। উপজেলা প্রশাসন, বন বিভাগ ও কেইপিজেডের লোকজন এসে এ বিষয়ে নিশ্চয়তা দিলে সড়ক ছাড়ব।নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘হাতি আমার সন্তানকে মেরে ফেলল, আমার স্ত্রীও আহত, আমি চাই হাতির আক্রমণে যেন আর কেউ মারা না যায়। বন্যহাতিটি সরানোর উদ্যোগ নেওয়া হোক।’
বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে গেছে। সমাধানের চেষ্টা চলছে।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছি।
(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

মন্তব্য করুন