সুনামগঞ্জে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও ফুসকা জব্দ 

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৫, ১৩:২৭
অ- অ+

সুনামগঞ্জে দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়িসহ ২০ লাখ ৩৩ হাজার ৮৩০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির নিয়মিত অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।

তিনি জানান, নিয়মিত অভিযানে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার তাহিরপুর উপজেলাধীন ৫নং বাদাঘাট ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় লাউরগড় বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৩/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী নামক স্থান হতে ৬৭০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।

অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৩/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারভিটা নামক স্থান হতে ২০২টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ১৬ লাখ ১৬ হাজার টাকা।

এছাড়া অন্যান্য বিওপি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৫৭ হাজার ৩০ টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৩৩ হাজার ৮৩০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, ফুসকা এবং অন্যান্য মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী স্বামীকে বিদায় জানানো হলো না, বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা