২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মেসিকেই সিদ্ধান্ত নিতে দিন: স্কালোনি

কাতার বিশ্বকাপে মেসির বাঁ পায়ের জাদুতে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। লিওনেল মেসির ক্যারিয়ার পূর্ণতা পেয়েছিল বিশ্বকাপের শিরোপায়। আর এর পর থেকেই প্রশ্নটি নানা সময়েই হয়ে উঠে আসছে। মেসি কি আগামী বিশ্বকাপ খেলবে?
একটা সময় মনে হয়েছে, পরের বিশ্বকাপ তো অনেক দূরে। তবে এখন তো বিশ্বকাপ খুব কাছে চলে এসেছে। ফলে অনেকেই মনে করছেন ২০২৬ বিশ্বকাপে নিশ্চয়ই খেলছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এই উত্তরটা মেসির জন্যই রেখে দিলেন।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেই সুখবর তারা উদযাপন করেছে টানা দুটি জয় দিয়ে। মেসিকে ছাড়াই এসেছে এই দুটি জয়। কিন্তু আর্জেন্টিনার খেলায় সেসবের প্রভাব খুব একটা পড়েনি।
উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তারা উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। তবে মেসি থাকলে দল যে আরও অনেক বেশি উজ্জীবিত হয়ে ওঠে, যা বলার অপেক্ষা রাখে না। তার মেসির আগামী বিশ্বকাপ খেলার বিষয়ে আবারও প্রশ্নটা উঠে এলো স্ক্যালোনির কাছে। খেলা নিশ্চিত করে ফেলার পর তাই জাদুকরকে বিশ্বকাপে পাওয়ার প্রশ্ন ছুটে আসছে আবারও।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, ‘দেখা যাক কী হয়, এখনও তো অনেক সময় আছে।’
তবে স্কালোনি এখনই শঙ্কা-সম্ভাবনা কিছু নিয়েই কথা বলতে চান না। বরং বিশ্বকাপে খেলা নিয়ে মেসিকে একদমই বিরক্ত করতে না করলেন কোচ। স্ক্যালোনি বলেন, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে, নইলে তো এই এক বিষয় নিয়েই সারা বছর কথা বলতে হবে। তার সিদ্ধান্ত তাকেই নিতে দিতে হবে, দেখি না কী হয়। সে যখন চাইবে, তখনই সিদ্ধান্ত নেবে। এ নিয়ে তাকে পাগল করে দেয়া উচিত হবে না।’
মায়ামিতে খেলা মেসি এই মুহূর্তে অ্যাডাক্টর মাসলের চোটে ভুগছেন। সাবেক বার্সেলোনার এই মহাতারকা অবশ্য এ মৌসুমে বেশ কয়েকবারই চোটের কারণে সাইডলাইনে বসে ছিলেন।
(ঢাকাটাইমস/২৭ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন