জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ও সদস্যসচিবের পদত্যাগ 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৫, ১৬:৩১
অ- অ+

জামালপুরের বকশীগঞ্জে ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিব পদত্যাগ করেছেন।

বুধবার রাতে পৃথক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা পদত্যাগের ঘোষণা দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি সুলতানুল সালেহিনকে আহ্বায়ক ও জিসানুর রহমান জিসানকে সদস্যসচিব করে ১৬৩ বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এরই মধ্যে বুধবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন উপজেলা শাখার আহ্বায়ক সুলতানুল সালেহিন।

সুলতানুল সালেহিন তার ফেসবুকে একাংশে লেখেন ‘যেহেতু এখনো যথেষ্ট পরিপক্ক মানুষ হয়ে উঠতে পরিনি। তাই যেকোন অসৎপথ অবলম্বন করার সম্ভাবনা থাকে। তাই এখন এই পথ থেকে সরে আসাকেই আমি উত্তম বলে মনে করছি।’

এছাড়াও তিনি লেখেন এখন পরিবার এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় হয়েছে। পরে সকলের মঙ্গল কামনা করেন পদত্যাগ করেন এই নেতা।

পদত্যাগ করা সদস্যসচিব জিসানুর রহমান জিসান জানান, নিজের ক্যারিয়ারের কথা ভেবেই পদত্যাগ করেছি।

পদত্যাগের ব্যাপারে জানতে চাইলে সুলতানুল সালেহিন জানান, আমার পদত্যাগ পত্রটি জেলা কমিটির নিকট জমা দিয়েছি।

(ঢাকা টাইমস/২৭মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা