সুনামগঞ্জে বাসচাপায় প্রাণ গেল শিশুর

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাড়িতে বেড়াতে এসে বাসচাপায় সুমাইয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।
দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, শিশু সুমাইয়া পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য সকালে মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়ি ফেরে। এ সময় আহসানমারা ব্রিজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী নূর পরিবহনের একটি বাসের চাপায় তার মৃত্যু হয়৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জানান, গাড়ির চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/২৯মার্চ/এসএ)

মন্তব্য করুন