সখীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালিয়ানপাড়া (দক্ষিণপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটা হতে পারে। নিহত জুয়েল (৩৮) ওই এলাকার মজনু সিকদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময়ই ঝগড়া লেগে থাকত। পূর্বের পারিবারিক ঝগড়ার সূত্র ধরে শুক্রবার রাত দেড়টায় স্বামী জুয়েল ঘুমন্ত থাকা অবস্থায় স্ত্রী তানিয়া (৩০) একটি গজারি কাঠের চলা দিয়া স্বামীর মাথায় আঘাত করেন। পরে জুয়েল গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। জুয়েলের পরিবারের অন্য সদস্যদের আর্তচিৎকারে এলাকাবাসী তানিয়াকে আটক পুলিশে সোপর্দ করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “স্বামী হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এফএ)

মন্তব্য করুন