চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখী মঞ্চ ভাঙচুর, পুলিশ হেফাজতে ৬

চট্টগ্রামের ডিসি হিলে বৈশাখী মঞ্চ ভাঙচুর করা হয়েছে। রবিবার নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় অনুষ্ঠান উপলক্ষে নির্মিত মঞ্চ ভাঙচুর করা হয়। এছাড়া ছিঁড়ে ফেলা হয় ব্যানারও।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে হেফাজতে নিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ আবদুল করিম।
তিনি বলেন, ‘ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এজে)

মন্তব্য করুন