সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা ও এনায়েতপুর থানা বিএনপির ৮ নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয় বলে জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।
বহিষ্কৃতরা হলেন— সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান মঞ্জু শিকদার, সাবেক সদস্য নজরুল ইসলাম লেবু, আতাউর রহমান আতা, আনিছুর রহমান আনিছ, এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং সাবেক সদস্যস আবুল কালাম শিকদার।
সম্প্রতি জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবুর বিরুদ্ধে সদর উপজেলার কান্দাপাড়া ও রতনকান্দি হাটে চাঁদাবাজি এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ ওঠে। এসব ঘটনায় তাদের শোকজ ও সতর্ক করা হয়।
তবে রঞ্জনের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এবং লেবুর সতর্ক না হওয়ায় ও ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হওয়ায় তাদের বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করে জেলা বিএনপি।
অপরদিকে ১৮ মার্চ চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের সাত নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় আহত ছাত্রদলের সাবেক নেতা কবির হোসেন ১৯ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনায় কবিরের বড় ভাই হযরত আলী হাফিজ ২৮ জনের নাম উল্লেখ ও বিএনপির একাংশের অজ্ঞাতপরিচয় ৮০ -৯০ জনকে আসামি করে মামলা করেন। বহিষ্কৃতদের মধ্যে ছয়জন ওই মামলার এজাহারভুক্ত আসামি।
(ঢাকা টাইমস/১৬এপ্রিল/এসএ)

মন্তব্য করুন