শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর স্বামী মোবাইলে শ্বশুরকে খবর দেন

গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের কপাটিয়া গ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যা করে পালিয়েছে স্বামী। মোবাইলে শ্বশুরকে খবর দেন তোমার মেয়েকে হত্যা করেছি। ঘরে লাশ পড়ে আছে।
এমন লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের আনন্দ বাজার এলাকার মো. কামরুজ্জামানের বাড়িতে।
নিহত নাদিরা আক্তার (২৬) ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার বগাপাড়া জিকাতলা মাইজহাটি গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে। অভিযুক্ত আমিনুল ইসলাম (৪০) একই এলাকার মো. ফখরুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়ির আমিনুল দম্পতির ঘরের দরজা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখে। দরজা খুলতেই দেখে নাদিরার রক্তাক্ত নিথর মরদেহ পরে আছে মেঝেতে। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।নিহতের ভাই রাজীব বলেন, ‘ছয় বছর পূর্বে নাদিরার সাথে আমিনুলের বিয়ে হয়। তাদের মধ্যে প্রায়শই পারিবারিক কলহ লেগে থাকতো। তারা দুজনে ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করতো। আজ বেলা সাড়ে ১১টার দিকে আমিনুল আমার বাবার মোবাইলে ফোন করে বলেন, তোমার মেয়েকে খুন করেছি। ঘরে লাশ পড়ে আছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। আমার বোনকে আমিনুল পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করে ঘরে লাশ ফেলে পালিয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘আমিনুল এর আগেও তার এক স্ত্রীকে হত্যার মামলায় নয় বছর জেল খেটেছে।’
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার জানান, এক নারীকে হত্যার খবর পেয়েছি। লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তার অভিযানসহ পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।
(ঢাকা টাইমস/২৪এপ্রিল/এসএ)

মন্তব্য করুন