শ্রীপুরে সবজির দাম চড়া, অস্বস্তিতে ক্রেতা

গাজীপুরের শ্রীপুরে সবজির বাজারগুলো ফের উত্তপ্ত হয়ে উঠেছে। শীত মৌসুমের আগে-পরে স্বস্তি ফিরলেও বর্তমানে সব প্রকার সবজির দাম চড়া, অস্বস্তিতে ক্রেতারা।
বর্তমানে উপজেলার বাজারগুলোতে হাতে-গোনা দু-একটি ছাড়া বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৬০ টাকার ওপরে।
শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি করলা ৬০-৭০ টাকা, বেগুন ৮০-৯০ টাকা, বরবটি ৭০ টাকা, কপি ৬০ টাকা, কচুরলতি ১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, ঝিঙে ৮০ টাকা ও টমেটো ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৫০ টাকা, গাজর ৫০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৬০-৭০ টাকা ও সজনে ডাটা ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে প্রতি পিস চালকুমড়া ৫০ টাকা ও লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৫০-৬০ টাকা।
মাওনা চৌরাস্তার খুচরা সবজি বিক্রেতা আল আমিন বলেন, বাজারে সবেমাত্র উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। এখনও পুরোদমে আসা শুরু হয়নি। তাই কয়েকটি সবজির দাম চড়া। সবজির সরবরাহ বাড়লে দাম এমনিতেই কমে যাবে।মাওনা চৌরাস্তা বড় বাজার পাইকারি সবজি বিক্রেতা মহসিন মিয়া বলেন, কৃষক পর্যায়ে সবজির উৎপাদন কম হওয়ায় আমাদেরকেও একটু বেশি দামে সবজি কিনতে হচ্ছে, তাই সবজির দাম খুচরা পর্যায়ে একটু বেশি।
জসিম নামে এক ক্রেতা বলেন, সব জিনিসের দাম বাড়তি। তবে চেয়ে চেয়ে দেখা ছাড়া, কিছু করার নেই।
এদিকে কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজিতে ১০-৩০ টাকা বেড়ে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০-২৭০ টাকায়। এছাড়া দেশি মুরগি ৬৫০-৬৮০ টাকা, সাদা লেয়ার ২৮০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়।
বাজারে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়।
আর গত সপ্তাহ থেকে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। প্রতি ডজন লাল ডিম ১২০-১৩০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ১৮০-২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
(ঢাকা টাইমস/০৩মে/এসএ)

মন্তব্য করুন