রামপুরায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৫, ১৬:২০
অ- অ+

রাজধানীর রামপুরা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।

রবিবার বিকালে রামপুরা থানাধীন মালিবাগ রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির মতিঝিল বিভাগের সদস্যরা।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মো. আলিম ইসলাম ও আমিরুল ইসলাম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার বিকালে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রামপুরা থানাধীন মালিবাগ রেলগেইট এলাকায় দুই ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে ডিবির টিম সেখানে অভিযান পরিচালনা করে আলিম ও আমিরুলকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেপ্তার আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর রামপুরাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৬মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্ত হয়ে যা বললেন জামায়াত নেতা আজহারুল ইসলাম
বিমানবন্দরে মানবপাচারের চেষ্টাকালে দুই চীনা নাগরিকসহ তিনজন গ্রেপ্তার
হাইকোর্টের বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো গণবিজ্ঞপ্তি জারি
শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা