স্বাস্থ্যসেবার সিনিয়র সচিব আকমলকে বদলি, নতুন সচিব সাইদুর রহমান
স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে বদলি করেছে সরকার। তার স্থলে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম।
প্রজ্ঞাপনে বলা হয়, দুই কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লিখিত কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। এর মধ্যে আকমল হোসেন আজাদকে স্বাস্থ্যসেবা থেকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
উভয় প্রজ্ঞাপনেই জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/আরএইচ/এজে)
মন্তব্য করুন