দুদকের অনুসন্ধান কমিশনারের একান্ত সচিব আরাফাত রহমান

দুর্নীতি দমন কমিশন— দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদের একান্ত সচিব হয়েছেন লে. কর্নেল মো. আরাফাত রহমান।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্নসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দুদক কমিশনারের (অনুসন্ধান) একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেনাবাহিনীর লে. কর্নেল মো. আরাফাত রহমানকে। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এসএস/এমআর)

মন্তব্য করুন