ভূঞাপুর পৌরসভার ময়লার দুর্গন্ধে দুর্বিষহ জনজীবন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১১:১২| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৩৮
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক যুগের বেশি সময় ধরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে ভূঞাপুর পৌরসভা। এ জনভোগান্তি নিরসন ও অপসারণে পৌরবাসীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি থাকলেও পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

পৌর কর্তৃপক্ষের এই উদাসীনতার কারণে ময়লা-আবর্জনার ভয়াবহ দুর্গন্ধ ও ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না মানুষ।

এদিকে গত বছর সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেনের হস্তক্ষেপে সাবেক ভূঞাপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক এই ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করেছিলেন। কিন্তু সাবেক ইউএনও বদলি হওয়ার কিছুদিন পর অদৃশ্য কারণে ফের সেখানেই পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা শুরু হয়। সে থেকেই এই স্থানটি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে সড়কেও ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা।

জানা যায়, ভূঞাপুর-যমুনা সেতু পূর্ব আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জনগুরুত্বপূর্ণ একটি জায়গা এবং ভূঞাপুরের প্রবেশপথ। শহরের এই প্রাণ কেন্দ্রে একযুগের বেশি সময় ধরে যত্রতত্রভাবে ময়লা-আবর্জনা ফেলে আসছে পৌর কর্তৃপক্ষ। এ নিয়ে সতেচন নাগরিক মহল, সুধীজন, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো ওই ময়লা ফেলা বন্ধে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে আসলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, বাসস্ট্যান্ড সংলগ্ন এই ময়লা-আবর্জনা ফেলার জায়গাটির পাশে রয়েছে সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, টিএন্ডটি অফিস, ডাক-বাংলো রয়েছে। ময়লা-আবর্জনার দুর্গন্ধে এখানকার কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় বাসিন্দা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

স্কুল-কলেজ শিক্ষার্থী শাস্তা ইসলাম, শাহনাজ খাতুন ও আবির হোসেনসহ স্থানীয়রা বলেন, পৌর কর্তৃপক্ষ কারো কথা শুনে না। তারা যত্রতত্রভাবে ময়লা-আবর্জনা ফেলে আসছে। এর পাশ দিয়ে দুর্গন্ধে নাক-মুখ ঢেকে আমাদের চলাচল করতে হচ্ছে। রাস্তায় গেলে চলাচলে নিঃশ্বাস নেয়া যায় না, দম বন্ধ করে চলতে হয়। প্রবেশ পথে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানালেও কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।

স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিভা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রেজওয়ানুল করিম রানা বলেন, পৌর শহরের প্রাণকেন্দ্রের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে আসছে পৌর কর্তৃপক্ষ। বিভিন্ন সভা-সেমিনারে বহুবার এ নিয়ে কথা উঠেছে। কিন্তু কার্যত কোনো সুফল মিলছে না। এই ময়লা-আবর্জনার দুর্গন্ধে আমরা শহরবাসী অতিষ্ঠ। কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ভূঞাপুর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার বলেন, শহরের যে স্থানটিতে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে সেটি পৌরবাসীসহ উপজেলাবাসীর দীর্ঘদিনের সমস্যা। এটি সমাধানে আমরা পৌর কর্তৃপক্ষ থেকে সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু মূল সমস্যা হচ্ছে অন্য কোথাও খাস জায়গা পাচ্ছি না। জনভোগান্তি লাঘবে খাসজমি বা কোনো জায়গা ক্রয়ের মাধ্যমে পেলেও তা দ্রুত স্থানান্তর করা হবে।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন ফিল সিমন্স
টেকনাফে অস্ত্রের মুখে পাহাড় থেকে দুই কৃষক অপহরণ
মালয়েশিয়ায় ইয়ুথ লিডারশিপ সামিটে পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের নাওমি নাওয়ার
অস্তিত্বের প্রশ্নে সবাইকে একজোট হওয়ার আহ্বান আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা