বগুড়ায় ভেজাল সার তৈরির কারখানায় অভিযান, আটক ২

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৩:৫৫| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৪:০৫
অ- অ+

বগুড়া সদরে ভেজাল সার তৈরির দায়ে একটি কারখানা সিলগালা ও মালামাল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় দুই শ্রমিককে আটক করা হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদরের চারমাথা গোদারপাড়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে ও সরাসরি অংশগ্রহণে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদমান আকিফ।

জেলা প্রশাসন সূত্র জানায়, এনএসআইয়ের গোপন তথ্য ছিল গোদারপাড়া বাজার এলাকায় আবাসিক বাড়িতে ভেজাল সার তৈরি করা হয়। এ তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথবাহিনী দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানার কর্মকর্তারা পালিয়ে যান। এ সময় দুই শ্রমিককে আটক করা হয়।

অভিযানে কারখানা থেকে ভেজাল টিএসপি সার, কীটনাশক, বাসুডিন, ফুরাডিন, ফসফরাস, সালফার, জিংকসহ প্রায় ২০টিরও অধিক কোম্পানির মোড়কজাত করা ভেজাল সার ও সার তৈরির কাঁচামাল (মাটি পাথর, চুনাপাথর, সিমেন্ট ও অন্যান্য কেমিক্যাল), সার তৈরির সরঞ্জামাদি, বিভিন্ন কোম্পানির নকল মোড়ক ও লেভেল উদ্ধার করা হয়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, গৌতম ও সুলতান নামে দুই ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে সেখানে কারখানা পরিচালনা করছিলেন।

অভিযান শেষে বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ কারখানাটি সিলগালা করেন। আর উদ্ধারকৃত মালামাল সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এম মুনছুর রহমানের জিম্মায় দেওয়া হয়েছে।

কৃষি কর্মকর্তা মুনছুর রহমান বলেন, ‘আটক হওয়া দুই শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর কারখানাটি সিলগালা করা হয়েছে। এ বিষয়ে মামলা এখনো হয়নি। তবে মামলার প্রস্ততি চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এ কারখানা গৌতম ও সুলতান নামে দুই ব্যক্তি চালাতেন। তারা অবৈধ সার ব্যবসা সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঠবাড়িয়ায় প্রভাবশালীদের দখলে খাল, শত শত স্থাপনায় রুদ্ধ পানিপ্রবাহ
ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ
রেকর্ড জুটির পরও আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশের হার, যা বলছেন জাহানারা 
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা