বগুড়ায় ফোরকান হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১২:২৬| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২:৫৫
অ- অ+

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ফোরকান হত্যায় আমরুল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বিমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ডেমাজানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম বিমান উপজেলার ডেমাজানী গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, সাইফুল ইসলাম বিমান শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি বগুড়ার শাজাহানপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফোরকান (৩৬) নামে যুবদল নেতাকে কুপিয়ে জখম করা হয়। পরের দিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফোরকান শাজাহানপুর উপজেলার ফুলতলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন।

নিহত ফোরকানের বিরুদ্ধে দুটি হত্যা, দুটি চাঁদাবাজিসহ পাঁচ মামলা ছিল।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শীতে জলপাই খেলে দূরে থাকবে ডায়াবেটিস ও ক্যানসার
ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
বুদ্ধিমত্তা বাড়ায় থানকুনি পাতা! অনিদ্রা আর দুঃশ্চিন্তা যাবে দূরে
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা