মেঘনায় বাজার মনিটরিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লার মেঘনা উপজেলায় দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।
মঙ্গলবার সকালে উপজেলার চন্দনপুর বাজারে উপস্থিত হয়ে প্রথমবারের মতো ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
বাজারে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখা, ওজনে কারচুপি রোধ এবং পণ্যের মান নিয়ন্ত্রণের ওপর জোর দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ন্যায্য বাণিজ্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ভবিষ্যতে কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেন।
চন্দপুর বাজারের একজন ব্যবসায়ী বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা আমাদের প্রথমবারের মতো সতর্ক করে দিয়ে গেছেন। আমরা তার নির্দেশনা মেনে চলার চেষ্টা করবো।’
এলাকাবাসীর মতে, তার এই উদ্যোগ বাজারে দ্রব্যমূল্যের শৃঙ্খলা আনার পাশাপাশি ভোক্তাদের অধিকার নিশ্চিত করবে।
বাজার মনিটরিং প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা বলেন, ‘আমি সর্বদা চেষ্টা করি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে। চন্দনপুর বাজারে গিয়ে দেখে এসেছি, ব্যবসায়ীদের অনেকেই নিয়ম মেনে চলার চেষ্টা করছেন। তবে কিছু ক্ষেত্রে সচেতনতার অভাব রয়েছে। আমি সবাইকে প্রথমবারের মতো সতর্ক করেছি এবং আশা করি ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবেন।’
তিনি বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। নিয়ম মেনে ব্যবসা করলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই উপকার হবে। আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে মেঘনা উপজেলার জনগণ একটি সুশৃঙ্খল ও ন্যায্য বাজার ব্যবস্থাপনা পায়। সবার সহযোগিতা পেলে আমরা এই লক্ষ্য অর্জনে সফল হবো।’
(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)
মন্তব্য করুন