ভারতে সাজাভোগ শেষে ফিরলেন ১১ নারীসহ ২৪ বাংলাদেশি
ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন পাচার হওয়া বাংলাদেশি ২৪ নারী-পুরুষ। বুধবার রাত ৯টার দিকে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
২৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। তিনটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহণ করেছে। এর মধ্যে রাইটস যশোর ১১ জন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৭ জন ও যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ৬ জনকে গ্রহণ করেছে।
ফেরত আসারা পটুয়াখালী, কক্সবাজার ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচারের শিকার হন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে আদালতে সোপর্দ করে।
আদালত তাদেরকে সাজা দিয়ে কারাগারে পাঠায়। দুই বছর সাজাভোগ শেষে ভারতীয় বিভিন্ন মানবাধিকার সংস্থা তাদেরকে নিজস্ব শেল্টারহোমে রাখেন। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাগজপত্রের আনুষ্ঠিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার রাত ৯টার দিকে তারা দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ‘ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারত ফেরত ২৪ নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে। পরে তাদেরকে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করবে।’
(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজে)
মন্তব্য করুন