সিদ্ধিরগঞ্জে খামারের পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৪, ১২:১৪| আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৪:১০
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি আমতলা খিঁলপাড়ার শুক্কুর আলীর বউমারা খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। তিনি বলেন, জালকুড়ি এলাকায় মরদেহ পাওয়া গেছে। টিম পাঠানো হয়েছে সেখানে।

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, বয়স আনুমানিক ২৫ হবে বলে জানিয়েছেন ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম।

উপপরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম বলেন, এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন করলে আমরা সাথে সাথে আসি। এসে দেখি গলাকাটা অবস্থায় ভিকটিম পড়ে আছে। তার নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। বাকিটা পরবর্তীতে বলা সম্ভব হবে।

(ঢাকা টাইমস/২১নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, চালক নিহত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ
কলকাতায় হাসপাতাল ব্যবসায় ধস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা