মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি
মাদারীপুরে দ্বিবার্ষিক সম্মেলনে মাদারীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। ৩৫ সদস্যের কমিটির সভাপতি সাইয়্যেদ মনিরুজ্জামান এবং সেক্রেটারি করা হয়েছে মাওলানা রুস্তম হোসেনকে।
শনিবার দুপুরে শহরের ভূইয়া বাড়ি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদারীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনে সাইয়্যেদ মনিরুজ্জামানকে সভাপতি ও মাওলানা রুস্তম হোসেনকে সেক্রেটারি করে ৩৫ সদস্যের কমিটি করা হয়। নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর অঞ্চলের পরিচালক আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আবুল বাশার, অঞ্চল সদস্য মাওলানা আব্দুস সোবাহান খান, প্রধান উপদেষ্টা মাওলানা মোকলেছুর রহমন, হাফেজ মো. এনায়েত হোসেনসহ সংগঠনের জেলা উপজেলার বিভিন্ন এস্তরের নেতাকর্মীরা।
পরে নবনির্বাচিত কমিটির শপথ পাঠ অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায়, প্রতিটি শ্রমিক নেতাদের দায়িত্ব কর্তব্য প্রতি যত্নবান হওয়া, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাঁধে কাঠ মিলেয়ে একসাথে কাজ করা, ইসলামের গুরুত্ব, প্রতিটি শ্রমিকের দ্বারপ্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়াসহ নানান বিষয় আলোচনা হয় ।
অনুষ্ঠান শেষে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১৫টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় । ফরিদপুর অঞ্চলের পরিচালক আজহারুল ইসলাম এই আর্থিক সহযোগিতা করেন।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/মোআ)
মন্তব্য করুন