কমিটি গঠন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী দুই পক্ষের সংঘর্ষ, আহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার বিকেলে গভ. মডেল গার্লস হাই স্কুলে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, বোরহান উদ্দিন(২১) ও ফয়সাল (২৭)। আহত বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের শিক্ষার্থী।
আহতদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন।
প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে শনিবার বিকালে শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলের মাঠে একটি সভার আয়োজন করা হয়। শহর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হন।
সভার এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে বোরহান ও ফয়সলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ সেখানে পৌছার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/মোআ)
মন্তব্য করুন