বগুড়ায় কনসার্ট দেখে ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৭
অ- অ+

বগুড়ার আজিজুল হক কলেজে কনসার্ট দেখে ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে শহরের সেউজগড়ী ক্যাল্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

জানা গেছে, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করেন শিক্ষার্থীরা। সেখানে প্রচুর মানুষের সমাগম হয়। কনসার্টে গান চলাকালে মেহেদীর সঙ্গে দর্শক সারির একটি গ্রুপের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।

এরপর কনসার্ট শেষে মেহেদী হাসান স্টেশন রোড দিয়ে মালগ্রাম ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত মেহেদীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় মেহেদীর পেট দিয়ে নাড়িভুঁড়ি বের হয়ে যায়! পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটন করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে।’

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা