সুনামগঞ্জ সীমান্তে ৫২ বস্তা চোরাই চিনিসহ দুজন আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে আছকির আলী (৪০) এবং একই গ্রামের আব্দুন নুরের ছেলে মাইনুদ্দিন (২৫)।
পুলিশ জানায়, গোপন খবরে দোয়ারাবাজার থানার ওসির দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আতিয়ার রহমান, এএসআই সুমন চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালায়। এসময় আছকির আলী ও মাইনুদ্দিনের বসতঘর থেকে শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ৫২ বস্তা ভারতীয় চিনি জব্দ করে তাদেরকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, উদ্ধার হওয়া চোরাই চিনি জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দ চিনির বর্তমান বাজার মূল্য দুই লাখ ৬০ হাজার টাকা।(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)
মন্তব্য করুন