ঝিনাইদহ জেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি হলেন মাহফুজুর রহমান
ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মেজর অব. মাহফুজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাশেদ মাজমাদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা জাতীয় পার্টির সভাপতি পদসহ সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার থেকে জেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি মেজর অব: মাহফুজুর রহমান জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
মেজর অব: মাহফুজুর রহমান জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হওয়ায় জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)
মন্তব্য করুন