চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে কক্সবাজারে প্রতিবাদ সভা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ১২:১৭
অ- অ+

চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা।

বুধবার সকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সিদ্দিকী।

এতে বিএনপি-জামায়াতের আইনজীবীসহ সাধারণ আইনজীবীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি তাওহীদুল আনোয়ার, অ্যাড. নুরুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহসভাপতি নাজিম উদ্দিন, এডিশনাল পিপি অ্যাডভোকেট এনামুল হক সিকদার ও অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানীসহ আইনজীবীরা।

মানববন্ধন শেষে আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করেন আইনজীবীরা। মানববন্ধনে সাইফুল হত্যার বিচার ও ফ্যাসিস্ট হাসিনার দোসর সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়ায় ইয়ুথ লিডারশিপ সামিটে পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের নাওমি নাওয়ার
চমক দিয়ে একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
সামরিক আইন জারি করায় অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
রুশ চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন'
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা