গোপালগঞ্জে স্বামী–স্ত্রী পরিচয়ে হোটেলে, যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:১২
অ- অ+

গোপালগঞ্জে পিঠা গার্ডেন হোটেলের একটি কক্ষ থেকে মো. ফেরদাউস শেখ (৪৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে শহরতলীর চর পাথালিয়া এলাকার ওই হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফেরদাউস শেখ টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার ঝনঝনিয়া গ্রামের ইমদাদুল হকের ছেলে ও পেশায় একজন গরুর খামারি। তিনি ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।

নিহতের ভাই মিজানুর রহমান বলেন, ‘আমার বড় ভাই ফরদাউস ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বড় ভাই ফেরদাউস শেখ ভয়েস ম্যাসেজের মাধ্যমে জানায়, সে টুঙ্গিপাড়ায় তার এক বন্ধু গাজী মাসুদের বাড়িতে অবস্থান করছে। বাড়িতে একটি অনুষ্ঠান থাকায় রাতে আর তার সাথে কেউ যোগাযোগ করেনি। পরের দিন বুধবার সকাল থেকে সারাদিন তার মোবাইলে অসংখ্যবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে মঙ্গলবার রাতে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আসার পরে বিষয়টি জানতে পারি। তবে আমাদের দাবি ভাইকে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।’

ওসি জানান, টুঙ্গিপাড়া উপজেলার ঝনঝনিয়া গ্রামের ব্যবসায়ী মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় বোরকা পরিহিত একজন নারীকে নিয়ে স্ত্রী পরিচয় দিয়ে তিনি পিঠা গার্ডেন নামের ওই হোটেলে উঠেন। বুধবার দুপুরে রুম ছেড়ে দেওয়ার কথা ছিল। দুপুরে রুম থেকে বের না হওয়ায় হোটেল বয় দরজায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। তাদের সন্দেহ হলে ডুবলিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে ফেরদাউসকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। এসময় সাথে থাকা ওই নারীকে রুমে পাওয়া যায়নি। ফেরদাউসকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার তুহিন মোল্যাকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় স্ত্রী পরিচয়ে সেখানে থাকা ওই মহিলা সকাল সাড়ে ৭টার দিকে সেখান থেকে বেরিয়ে যায়। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা: সিএ প্রেস উইং
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা