খুলনায় মশার কয়েল থেকে বাসে আগুন, হেলপারের মৃত্যু

খুলনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১২:৫৫
অ- অ+

খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে ঘুমিয়ে থাকা হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এই আগুনের ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মো. শরিফুল। তার বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়।

পরিবহন শ্রমিকরা জানান, বাসের অনেক হেলপার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকে। এর আগেও সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে আগুনের ঘটনা ঘটেছিল।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাতে সুন্দরবন পরিবহনের একটি গাড়ি ঢাকা থেকে খুলনায় আসে। যার নম্বর ঢাকা মেট্রো ব-১১-৬৪৬৯। হেলপার মো. শরিফুল গাড়ি পরিষ্কার করে রাতে সেখানে মশা তাড়ানোর জন্য কয়েল ব্যবহার করে ঘুমিয়ে পড়েন। মূলত ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত। বাসে আগুন লেগেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে চিকিৎসার জন্য শরিফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি এলাকায় গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভার্টিগো: কতটা ভয়ানক এ রোগ? চিকিৎসাই বা কী
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর
ইসলামী ব্যাংক কর্মকর্তার সিএসএএ ফেলোশিপ অর্জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা