বাউফলে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সভা
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু।
সভার শুরুতে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। পরে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিবরতা পালন করা হয়।
সভায় ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার খন্দকার নাজমুস সাকিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মো. মোশারেফ হোসেন, অভ্যুত্থানে আহত উপজেলার ধুলিয়া ইউনিয়নের বাসিন্দা গাজী ওহেদুল হক, সূর্যমণি ইউনিয়নের বাসিন্দা মো. রেজাউল সিকদার প্রমুখ।
(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন