রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২, মামলা ১০
![](/assets/news_photos/2024/12/02/image-373488.jpg)
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ।
রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে এক কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২.৫ লিটার দেশি মদ ও ৩৫ লিটার দেশি মদের কাঁচামাল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এমআই/এফএ)
![google news](https://www.dhakatimes24.com/templates/web-v3/images/google-news.png)
মন্তব্য করুন