সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:০৭
অ- অ+

কর্মসংস্থান ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচি উপলক্ষ্যে সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং দ্বিতীয় কর্মকর্তাগণের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিলেটের হোটেল নূরজাহান গ্র্যান্ডে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান মুহাম্মদ মাসুদুর রহমান।

এসময়ে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, ঋণ আদায় বিভাগের বিভাগীয় প্রধান মো. মোমতাজ উদ্দিন, বোর্ড সচিব মো. ইকবাল হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে পিছিয়ে পড়া সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের মাধ্যমে ব্যাংককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক উন্নত গ্রাহক সেবা, ঋণ প্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের আদায় বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নতকরণ, কর্মদক্ষতার উন্নয়নের মাধ্যমে ১০০ দিনের কর্মসূচি সফল করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, এই সিলেট অঞ্চল হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের অঞ্চল। এই পূন্যভূমির পিছিয়ে পড়া যুবরা কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে দেশের উন্নতিতে অবদান রাখবেন।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ববি বিজনেস ক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিম
ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে: ড. আবদুল কাদের
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সব ধরনের চেষ্টা চলছে: মোশাররফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা