উত্তরায় ভেজাল কসমেটিক তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১৭:০৭
অ- অ+

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কসমেটিক পণ্য উৎপাদন ও বাজারজাতের দায়ে 'মাউন্টেন কনজ্যুমার লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. আল ইমরানের নেতৃত্বে এবং দক্ষিণখান থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, প্রতিষ্ঠানটি 'অর্গানিক হেয়ার অয়েল' নাম দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করে আসছিল, অথচ পণ্যটিতে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পাশাপাশি প্রতিষ্ঠানটি পণ্যের গায়ে ভুল ও অতিরঞ্জিত দাবি দিয়ে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছিল।অভিযানে এসব অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম) জানান, “জনস্বাস্থ্য রক্ষায় ডিএমপি নিয়মিতভাবে বাজার তদারকি ও প্রতারণা বিরোধী অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

(ঢাকাটাইমস/১০জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা