বরগুনায় ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১৬:১৩
অ- অ+

বৈরী আবহাওয়ার কারণে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জন উদ্ধার হলেও তিন জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উদ্ধার হওয়া জেলেরা খবরটি জানান।

জেলেরা বলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল নামের ট্রলারটি গত শনিবার মাছ শিকার করতে সাগরে যায়। বৈরী আবহাওয়ায় ঘাটে ফেরার সিদ্ধান্ত নিলে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৯ জনকে উদ্ধার করা হলেও বাকি তিন জেলে এখনও নিখোঁজ।

ট্রলার মালিক আলমগীর খলিফা বলেন, মাছ ধরার ট্রলারটি ১২ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। মঙ্গলবার বিকালে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১২ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অন্য জেলেরা ৯ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও তিন জেলে নিখোঁজ রয়েছে। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা করছি।

পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, ট্রলারডুবির বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

(ঢাকা টাইমস/১০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে নেতা-কর্মীদের ঢল, মানতে হবে যেসব নির্দেশনা
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আহ্বান বিএনপি নেতা মেসবাহ'র
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা