সাউথইস্ট ব্যাংকের ক্যামেলস রেটিং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৭:৩৪
অ- অ+

সাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যাংকের ক্যামেলস রেটিং এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস) বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে হাইব্রিড পদ্ধতিতে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও ইন-চার্জগণ, শাখা প্রধান ও ম্যানেজার অপারেশনসগণ, উপ-শাখার ইনচার্জ এবং অফশোর ব্যাংকিং ইউনিটের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন, বিভাগ-১ এর পরিচালক মিজানুর রহমান আকন অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

তিনি ক্যামেলস রেটিং এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস) সম্পর্কে তার মূল্যবান বক্তব্য ও অভিজ্ঞতা বিনিময় করেন।

এই রেটিং সিস্টেমগুলি আলোচনার মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন যা ব্যাংকের আর্থিক ঝুঁকি মূল্যায়ন, গ্রাহকের ঋণযোগ্যতা ও স্থিতিশীলতা নির্ধারণে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা পেতে সাহায্য করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন কর্মসূচির উদ্বোধন করেন। নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন তার বক্তব্যে ক্যামেলস রেটিং এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস) এর প্রয়োজনীয়তা এবং গুরুত্বের উপর আলোকপাত করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক অফ-সাইট সুপারভিশন, বিভাগ-১ এর যুগ্ন-পরিচালক মো. ইনামুল হক এবং মো. রমজান আলী ব্যাংকের ক্যামেলস রেটিং নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয়াবলি আলোচনার পাশাপাশি ঋণগ্রহীতাদের ঋণযোগ্যতা মূল্যায়নের নতুন পদ্ধতি হিসেবে আইসিআরআরএস এর ব্যবহারের বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান, আবিদুর রহমান চৌধুরী এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও গুরুত্বপূর্ণ নির্বাহীরা প্রশিক্ষণ কর্মসূচিতে সরাসরি উপস্থিত ছিলেন। (ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুদ্ধিমত্তা বাড়ায় থানকুনি পাতা! অনিদ্রা আর দুঃশ্চিন্তা যাবে দূরে
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা