যশোরের সন্যাসগাছা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৮:২০
অ- অ+

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র সন্যাসগাছা বাজার উপশাখা যশোরের কেশবপুরে সোমবার উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান মো. শফিকুল ইসলাম, খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, কেশবপুর শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান গোলদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে সমাজের সকল স্তরে আর্থিক অন্তর্ভুক্তির জন্য কাজ করে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

তারা বলেন, ইসলামী শরিয়াহর উদ্দেশ্যের আলোকে ক্ষুদ্র বিনিয়োগ, এসএমই, কৃষি ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে এই উপশাখার আমানত এই এলাকাতেই বিনিয়োগ করা হবে। নতুন উপশাখায় আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স সেবাসহ সকল ধরনের ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য তারা গ্রাহকদের প্রতি আহ্বান জানান।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা