হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক মাহবুব আনোয়ারকে সংর্বধনা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯
অ- অ+

হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ারকে সংর্বধনা দেওয়া হয়েছে।

রবিবার সকালে রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সংর্বধনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, ‘‘আমি স্বপ্ন দেখি দেশের প্রত্যেক মানুষের হামদর্দের সেবা পাবে। সেই স্বপ্ন পূরণে সবাইকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে।’

এ সময় হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার প্রতিষ্ঠানের সেবা ও সহমর্মিতার চেতনা সর্বত্র ছড়িয়ে দেবার অঙ্গীকার করেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

অনুষ্ঠানে সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক বিপণন হাকীম সাইফউদ্দিন মুরাদ, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুল মজিদ, উপ-পরিচালক এবং পরিচালক লিগ্যাল ও প্রটোকল (অতিরিক্ত দায়িত্ব) মো. মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভার্টিগো: কতটা ভয়ানক এ রোগ? চিকিৎসাই বা কী
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর
ইসলামী ব্যাংক কর্মকর্তার সিএসএএ ফেলোশিপ অর্জন
যুবদল সভাপতি মুন্নার বোনের ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা