বিষ দিয়ে কুকুর-বিড়াল হত্যার ঘটনায় নওশাবার জিডি
পরিবেশ এবং পশুপ্রেমী হিসেবে বেশ সুনাম রয়েছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। তার নজীর দেখালেন ফের একবার। রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগ করে কুকুর ও বিড়াল হত্যার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
শনিবার করা জিডির আবেদনে নওশাবা উল্লেখ করেছেন, ‘আমরা আপনার থানার অন্তর্গত জাপান গার্ডেন সিটিতে বসবাসকারী ও বাংলাদেশের প্রাণী অধিকার কর্মীরা জানতে পারি যে, জাপান গার্ডেন সিটিতে আবাসিক এলাকায় বিষ প্রয়োগে ১০টি পথ কুকুর ও একটি বিড়াল হত্যা করা হয়েছে।’
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মানুষের সঙ্গে এমন কিছু হলে আমরা মানববন্ধন করি, বিচার চাই। কিন্তু পশু-পাখিরা তো বোবা প্রাণী। ওদের কোনো সমস্যা হলে ওরা নিজেদের জন্য কিছু করতে পারে না। সে জায়গা থেকে আমরা দায়িত্ববান যারা আছি, তাদের উচিত এসব নিষ্ঠুরদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।’
নওশাবা আরও বলেন, ‘আমি আমার জায়গা থেকে করছি। আশা করছি সাধারণ সচেতন নাগরিক যারা আছেন তারাও এসব বিষয়ে প্রতিবাদ করবে এবং মানুষের মতো ওদের যে একটা বাঁচার নিশ্চয়তা সেটা নিশ্চিত করবে। ইতোমধ্যে আমরা জিডি করেছি। পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা মামলার দিকে যাবো।’
এ বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেছে, সম্প্রতি খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে কয়েকটি বেওয়ারিশ কুকুর এবং একটি বিড়ালকে। জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন এ কাজটি করেছেন বলে অভিযোগ।
এ ঘটনায় ফেসবুকে সমালোচনা চলছে। ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিনোদন দুনিয়ার অনেক তারকা। সে তালিকায় আছেন জয়া আহসান, তৌহিদ আফ্রিদি ও জ্যোতিকা জ্যোতিসহ আরও অনেকে। তবে এক ধাপ এগিয়ে আইনি পদক্ষেপ নিয়ে ফেললেন নওশাবা।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এজে)
মন্তব্য করুন